Sunday, August 30, 2015

সবচে দামি  ষার
যুবরাজকে ৯ কোটি টাকায়ও বিক্রি
করছেন না তার মালিক। হ্যাঁ, যুবরাজ
কোন রাজার ছেলে নয়। একটি ষাড়ের
নাম ‘যুবরাজ’। ভারতের হরিয়ানার
বংশোদ্ভূত ‘মুররাহ’ জাতের এই
‘যুবরাজকে’ দেখতেই বড় ভিড় জমে এর
চারপাশে। এর ওজন এক হাজার চারশ
কেজি। লম্বায় সে ১৪ ফুট আর উচ্চতা ৫
ফুট ৯ ইঞ্চি। ‘যুবরাজ’ মিরাটস অল
ইন্ডিয়া ক্যাটেল শো-২০১৪
প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে। ১৭
অক্টোবর দশজন পশু বিশেষজ্ঞের মনোনয়ন
পেয়ে ‘যুবরাজ’ এবারের চ্যাম্পিয়ন হয়।
ফলে স্বভাবতই খুশী ‘যুবরাজ’ এর মালিক
কারামভির সিং।
কিন্তু কারামভির সিং যখন
জানালেন, ‘যুবরাজ’কে চন্ডিগড়ের এক
কৃষক প্রায় ৯ কোটি টাকা (৭ কোটি
রুপি) দিয়ে কিনে নিতে
চেয়েছিলেন। তিনি সেই প্রস্তাব
স্রেফ নাকচ করে দিয়েছেন। তখন তো
উপস্থিত জনতার চক্ষু চড়কগাছ!
একটি গরুর দাম নয় কোটি টাকা
পাওয়ার পরও মালিক বিক্রি করেননি?
কেন? আর চন্ডিগড়ের ওই কৃষক-ই বা এত
টাকা দিয়ে কেন ‘যুবরাজকে’ কিনতে
চেয়েছিলেন?
‘যুবরাজের’ মালিক কারামভির সিং
জবাব, ‘সন্তানতুল্য’ এই গরুটি দিয়ে বছরে
তার প্রায় ৫০ লাখ টাকা আয় হয়। আর
সবকিছুই কি জীবনে টাকা দিয়ে
মাপা যায়?
কীভাবে সম্ভব? ‘যুবরাজ’ তো গাভী
না যে দুধ দেবে বা বাচ্চা দেবে।
সেই দুধ বা বাচ্চা বিক্রি করে
কারামভির সিং কাড়িকাড়ি টাকা
কামাবেন। ‘যুবরাজ’ তো ষাঁড়। তার
পক্ষে কীভাবে এত টাকা কামানো
সম্ভব?
জনতা অবাক হলেও কারামভির
সিংয়ের কথায় কিন্তু মোটেই অবাক
হননি সরদার বল্লভ ভাই প্যাটেল কৃষি
বিশ্ববিদ্যালয়ের সিনিয়র
বৈজ্ঞানিক রবীন্দ্রর সাংয়ন।
রবীন্দ্রর ভাষ্যে, ‘মুররাহ’ জাতের প্রকৃত
আদর্শ হচ্ছে এই ‘যুবরাজ’। সে প্রতিদিন
সাড়ে তিন থেকে পাঁচ মিলিলিটার
পর্যন্ত সিমেন (বীর্য) উৎপাদন করতে
পারে। যা দিয়ে সর্বোচ্চ ৩৫
মিলিলিটার পর্যন্ত সিমেন প্রস্তুত করা
যায়। এটি মূলত ‘মুররাহ’ জাতের গরু
তৈরির জন্য কৃত্রিমভাবে ব্যবহার করা
হয়ে থাকে।
‘বর্তমান বাজারে একডোজ অর্থাৎ শুন্য
দশমিক ২৫ মিলিলিটার সিমেনের দাম
দেড় হাজার টাকা। সেই হিসাবে
‘যুবরাজের’ প্রতিদিনের উৎপাদন
ক্ষমতার বাজার মূল্য ২ লাখ ১০ হাজার
রুপি। এছাড়া ‘যুবরাজের’ মা-ও
প্রতিদিন ২৫ লিটার পর্যন্ত দুধ দেয়।’
বৈজ্ঞানিক রবীন্দ্রর বলেন, ফলে
‘যুবরাজের’ মালিক যে দামের কথা
বলেছেন, তাতে আমি মোটেই অবাক
হইনি। কারণ, ‘যুবরাজের’ সিমেনের
একচেটিয়া বাজার আছে ভারতের
দক্ষিণের রাজ্যগুলোতে।’
‘মুররাহ’ বিশ্বের সবচেয়ে উন্নত
জাতগুলোর একটি। এটি মূলত হরিয়ানা
রাজ্যের রোথক ও জিন্দ জেলার
প্রাণী। তবে উত্তর প্রদেশের পশ্চিমেও
এর দেখা মেলে।
‘যুবরাজকে’ কেন এবার চ্যাম্পিয়ন
হিসেবে ঘোষণা করা হল? এর জবাবে
মিরাট প্রাণিসম্পদ বিভাগের প্রধান
রাজবীর সিং, যিনি এই
প্রতিযোগিতার একজন বিচারকও,
তিনি বলেন, গরুর মোট ৩০টি
বৈশিষ্ট্যের উপর নির্ভর করে এই
প্রতিযোগিতায় নম্বর দেওয়া হয়।
তারমধ্যে অন্যতম প্রধান হচ্ছে-
অঙ্গসংস্থানগত বৈশিষ্ট্য, সিমেনের
উর্বরতা, বংশানুক্রমিক ইতিহাস, এমনকি
প্রতিযোগির মায়ের দুধের উৎপাদন
ক্ষমতাও এখানে বিবেচ্য।
প্রতিযোগিতায় থারপারকার, ব্রাউন
সুইস, গির, জার্সি প্রভৃতি প্রজাতির গরু
এসেছিলো। সবাইকে টপকেই এবার
জাতীয় চ্যাম্পিয়নের মুকুট মাথায় তুলে
নিয়েছে ‘মুররাহ যুবরাজ’।
‘যুবরাজের’ খাবারের তালিকায়
আছে- প্রতিদিন ২০ লিটার দুধ, পাঁচ
কেজি আপেল ও ১৫ কেজি খুবই
উন্নতমানের পশুখাদ্য।
0

উৎসঃ শীর্ষ নিউজ

Thursday, August 27, 2015

কবিতা 
রবিউল করিম
হয়তো তুমি স্মৃতির ভীড়ে একলা কোন
মেঘ
হারিয়ে ফেলার ভয়
হারিয়ে দাঁড়িয়ে নিরুদ্বেগ
হয়তো তুমি হঠাৎ দেখা খুব চেনা এক
তারা
আঙুল গলে লুকিয়ে পড়া শ্রাবণ জলের
ধারা
হয়তো তুমি দূর অতীতের একটু অভিমান
সুখের ঘোরে আনমনা এক বিষণ্নতার গান
হয়তো তুমি সন্ধ্যেবেলার হঠাৎ অন্ধকার
নিছক আশায় শব্দে, ভাষায় মগ্ন ছন্দকার ৷
হয়তো তুমি রবি ঠাকুরের কোন
একটা ছরা
পাহার থেকে নেমে অাসা সচ্ছ ঝন্য
ধারা ৷
হয়তো তুমি স্প্নে অাসা ঘুমের
মধ্যে কেউ
তুমি বোধয় মনের নদির উথাল পাথাল
ঢেউ ৷
হয়তো তুমি গরমের মাঝে একটু সুখের
হ্ওয়া
সুমূেদ্রর তলে ঝিনুেকর মাঝে মুক্ত
খুজে পাওয়া ৷
হয়তো তুমি রাখাল ছেলের
মিষ্টি বাশির
সুর
তুমি বোধয় ধু ধু মরুর দুর বহু দুর ৷
হয়তো তুমি ঠিকানাহীন রঙ্গীন খামের
চিঠি
তুমি বোধয় মাটির উপর
বিছিয়ে রাখা পাটি ৷
হয়তে তুমি অাকাস পােন রংধনুর ওই
খেলা
বষাকালে নদির বুকে পালতো এক
ভেলা ৷
হয়তো তুমি বয়ে চলা নদিটির দুই কুল
তুমি বোধয় ফুল বাগানের
ফুটিয়ে থাকা ফুল

হয়তো তুমি বৈশাখ মাসের কাল
বৈশাখী ঝর
তুমি অামার মেেনর মাঝে ছোট্র
একটি ঘর

হয়তো তুমি নওতো তুমি, তুমি অন্য কেউ
তুমি বোধহয় স্মৃতির
না’য়ে আছড়ে পড়া ঢেউ ৷

১. দিনের পর দিন একটু একটু করে আগের
চেয়ে বেখি দয়ালু এবং জ্ঞানী
হওয়ার চেষ্টা চালিয়ে যান।
২. আপনি এবং আপনার পরিবারকে
আগের চেয়ে একটু বেশি অর্থ সঞ্চয়ের
অভ্যাস গড়ে তুলুন এবং গড়ে তুলতে
উৎসাহীত করুন।
৩. ভুলবোঝাবুঝি থেকে রেহাই পেতে
মাঝে মধ্যে মহান হওয়ার চেয়ে সব
সময়ের জন্য ভালো মন-মানসিকতা
নিয়ে চলার চেষ্টা করুন।
৪. প্রচুর পড়ুন। কোনো কিছুই খুব দ্রুত
আপনাকে জ্ঞানী করে তোলে না।
৫. যোগাযোগমাধ্যমে বিশ্ব যতো
এগিয়ে যাবে, আপনার খ্যাতি ততো
গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। কেউ না দেখলেও
সব সময় সোজা পথে কাজটি করুন।
৬. মনে রাখবেন, আপনি যা করার জন্য
অর্থ দেবেন মানুষ তাই করবে। যা করতে
বলবেন তা করবে না।
৭. নিজের সম্পর্কে আগের চেয়ে
ভালো বোধ করলে যেমন ভালো
লাগে, আগের চেয়ে আরেকটু বেশি
বিনয়ী হলে তেমনই ভালো লাগবে।
৮. আপনার যেকোনো প্রশ্নের জবাব
কারো না কারো জানা রয়েছে। ওই
মানুষগুলোকে খুঁজুন।
৯. প্রতিদিনের অসাধ্য চ্যালেঞ্জের
সামনে দাঁড়ানো মানেই আপনার
অহংবোধ ঝালিয়ে নেওয়ার সুযোগ।
তবে এতে সামান্য মনযোগ ঢালুন। কারণ
অতিরিক্ত সময় ব্যয় করলে তাতে
নিজের সামর্থ্য কমে যাবে।
১০. প্রযুক্তি মাঝে মাঝে আপনার
কষ্টের কারণ হয়ে উঠবে। অন্য সময় আবার
এটি সাহায্য করবে। তবে বর্তমান সময়ে
কী ঘটবে সে সম্পর্কে সজাগ থাকুন।
১১. যে জিনিসগুলো আর বেশিদিন
কাজে লাগেব না তার প্রতি মায়া
ত্যাগ করুন। এতে অন্যের সাহায্য হবে
এবং এতে আপনারও ভালো লাগবে।১২.
কাউকে অপছন্দ করে মানে এই নয় যে ওই
মানুষটি ভালো নয় বা ভুল পথে চলেন।
১৩. নিজের চিন্তাশীলতার বিষয়ে
ধ্যান দিন। কারণ আপনার চিন্তাই শব্দ
হয়ে বের হবে এবং তা এক সময় আপনার
কাজ হয়ে প্রতিষ্ঠিত হবে।
১৪. কাউকে অন্তত তিনবার সাহায্য না
করা পর্যন্ত তার কাছে থেকে কোনো
সাহায্য চাইবেন না।
১৫. জীবনে যা আশীর্বাদ পেয়েছেন
তা নিয়ে হিসেব করবেন না।
১৬. জীবনের প্রতিটি ক্ষেত্রে
সফলতার শর্ত সুস্বাস্থ্যের অধিকারী
হওয়া।
১৭. যতো সহজ-সরলই হোক না কেন,
বুদ্ধিটা সিরিয়াসলি নিন।
১৮. নিজের শক্তি ও সামর্থ্যের একচোট
বিকাশ ঘটানোর পর সেখানেই একটু
স্থিত হোন।
১৯. যে মানুষগুলো চিন্তা করেন না
তারা কিছু শোনেনও না।
২০. আপনার আরো অর্থের প্রয়োজন নেই।
আপনার অর্থপূর্ণ কিছু আরো প

Wednesday, August 26, 2015

মোবাইল অার কম্পপিউটারের মধ্যে কোন তফাত থাকবেনা
স্মার্টফোনের মতো ল্যাপটপ!
ভবিষ্যতের ল্যাপটপ আর প্রচলিত
ল্যাপটপের মতো থাকবে না। ল্যাপটপে
থাকবে স্মার্টফোনের নানা সুবিধা।
ইনটেল, হিউলেট-প্যাকার্ড (এইচপি) ও
অ্যাপল স্মার্টফোনের সুবিধাযুক্ত
ল্যাপটপ বাজারে আনতে কাজ করছে।
সম্প্রতি যুক্তরাষ্ট্রে বার্ষিক
ডেভেলপার সম্মেলনে মার্কিন চিপ
জায়ান্ট ইনটেল একটি বিশেষ প্রযুক্তি
সম্পর্কে জানিয়েছে। এই প্রযুক্তি
ব্যবহারে ল্যাপটপের নকশায় আরও
পরিবর্তন আনা সম্ভব হতে পারে বলেই
দাবি করেছে ইনটেল কর্তৃপক্ষ। এর ফলে
অ্যাপলের অত্যন্ত হালকা-পাতলা ১২
ইঞ্চি মাপের ম্যাকবুক এমনকি এইচপির
এলিটবুক ফোলিও ১০২০ মতো ল্যাপটপ
অনায়াসে তৈরি করা সম্ভব হবে।
প্রযুক্তি বিশ্লেষকেরা বলছেন,
স্কাইলেক নামে ইনটেল নতুন যে চিপ
এনেছে তাতে কোয়ালকম কিংবা
অ্যাপলের তৈরি স্মার্টফোন
প্রসেসরের ফিচারের সঙ্গে যথেষ্ট
মিল রয়েছে। স্কাইলেক হচ্ছে
ইনটেলের ষষ্ঠ প্রজন্মের কোর প্রসেসর।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট আরস
টেকনিকা নতুন এই চিপটি বিশ্লেষণ
করেও স্মার্টফোনের চিপের সঙ্গে
সাদৃশ্য খুঁজে পেয়েছে। ইনটেলের লক্ষ্য
হচ্ছে ল্যাপটপের জন্য এমন প্রসেসর
তৈরি করা যাতে অধিক শক্তি সাশ্রয়
করা যায় এবং পারফরম্যান্স বেশি
পাওয়া যায়। অ্যাপলের আইফোনে
ব্যবহৃত প্রসেসরেও এ ধরনের ফিচার
রয়েছে।
প্রযুক্তি বিশ্লেষকেরা বলছেন,
বাজারে ১৫ ইঞ্চি মাপের ডিসপ্লে ও
ইনটেলের দ্রুতগতির প্রসেসরযুক্ত ল্যাপটপ
থাকলেও বাজারের কিছু অংশ বড়
মাপের স্মার্টফোন ও প্রচলিত পিসির
হাইব্রিডগুলোর দিকে ঝুঁকছে। এ বছরের
শুরুতে ১২ ইঞ্চি মাপের রেটিনা
ম্যাকবুক এনে এ ক্ষেত্রে অ্যাপল
কিছুটা এগিয়েও গেছে। মাত্র দুই
পাউন্ড ওজন এটির। এটি আসল
আইপ্যাডের চেয়ে সামান্য ভারী।
প্রযুক্তি বিশ্লেষকেরা বলছেন,
ম্যাকবুকের নকশায় পরিবর্তন এসেছে
ইনটেলের কারণে। ইনটেলের কোর এম
সিরিজের ‘ফ্যানবিহীন’ প্রসেসর যখন
স্কাইলেক চিপ আর্কিটেকচারের ওপর
বসবে তখন এটি আরও উন্নত হবে।
ভবিষ্যতে অ্যাপলের ম্যাকবুকগুলো হবে
আরও ব্যাটারি সাশ্রয়ী ও উন্নত
গ্রাফিকস ক্ষমতা সম্পন্ন। অ্যাপলের
মতো এইচপির হালকা-পাতলা
ল্যাপটপের সক্ষমতাও বাড়াবে
ইনটেলের স্কাইলেক প্রযুক্তি।
বিশ্লেষকেরা বলছেন, এইচপি আর
অ্যাপল তাদের ভবিষ্যতে
ল্যাপটপগুলোকে শুধু আর ল্যাপটপের
সক্ষমতায় আটকে রাখবে না। ইনটেলের
দ্রুতগতির স্মার্টফোনের ফিচার সমৃদ্ধ
চিপ বসিয়ে ল্যাপটপকেও স্মার্টফোন
ভাবতে শেখাবে। ল্যাপটপ
ব্যবহারকারীদের স্মার্টফোনের এই
অভিজ্ঞতা দিতে কাজ করবে
স্কাইলেক। 

Tuesday, August 25, 2015

হাই বন্ধু কেমন অাছ

আপনি কি ঘরে বসে ইন্টারনেটের
মাধ্যমে টাকা উপার্জন করতে চান ?
তাহলে এখানে আমি আপনাদেরকে
দেখাব কিভাবে ঘরে বসে
ইন্টারনেটের মাধ্যমে টাকা উপার্জন
করা যায়।
ইন্টারনেটে আয়
‹ › Home
View web version
১৩ দিনে সম্ভব অনলাইনে
২৫ ডলার আয়
সার্চ..ভোট..কমেন্ট..ব্যাস! স্রেফ এই
করেই অনলাইনে মাত্র ১৩ দিনে আয়
করা সম্ভব ২৫ ইউ এস ডলার। সার্চ ইঞ্জিন
স্কোর দেয় এই সুযোগ। এখানে আপনি
প্রতিটা সার্চ এর জন্য পাবেন পয়েন্ট।
সার্চ রেজাল্টে ভোট দিলে অথবা
কমেন্ট করলে পাবেন পয়েন্ট। এছাড়াও
আছে বোনাস এবং রেফারেল পয়েন্ট।
মোট ৬৫০০ পয়েন্ট জমা করলে স্কোর
দিবে ২৫ ডলারের একটা ভিসা গিফট
কার্ড, যা যেকোন ইন্টারন্যাশনাল
ক্রেডিট কার্ডের মতই ব্যবহার করা
যাবে। আর এই অফার সমগ্র পৃথিবীর সকল
দেশের সবার জন্য উন্মুক্ত। প্রশ্ন হলো, কত
দিনে সম্ভব এই ৬৫০০ পয়েন্ট জোগাড়
করা?একক প্রচেষ্টায় সর্বনিম্ন ১৩ দিনে
স্কোর থেকে ২৫ ডলারের এই ভিসা
গিফট কার্ড অর্জন করা সম্ভব। স্কোরে
একদিনে ব্যক্তিগতভাবে অর্জন করা
সম্ভব সর্বোচ্চ ৫০০ পয়েন্ট। এর জন্য দরকার
১২৫ টা সার্চ। প্রতিবার সার্চ করার পর
রেজাল্ট থেকে ২ টা সাইটকে মান
অনুযায়ী ভোট দিন। আপনি পাবেন ৪
পয়েন্ট। আবার সার্চ...এভাবে
প্রতিদিন ১২৫ টা করে সার্চ করলে ১৩
দিনে হয়ে যাবে আপনার ৬৫০০ পয়েন্ট।
খুব বেশী কাজ? বেকারদেরতো
সারাদিনই ফ্রি..না কি?মনে রাখার
বিষয়ঃ# প্রতিটা সার্চ থেকে
সর্বোচ্চ পাওয়া যাবে ৪ পয়েন্ট।
কাজেই একবার সার্চ করার পর ২ টা
ভোট দিয়ে আবার সার্চ..# এবাবে
প্রতিদিন ১২৫ টা সার্চ করলে ১৩
দিনে কাম খালাস।# প্রতি মিনিটে
একবারের বেশী সার্চ করলে স্কোর
ধরতে পারবে যে আপনি চিটিং
করছেন। সুতরাং ব্যান্। কাজেই
সাবধান।# সাইন আপের সময় ইমেইলের
এড্রেসবুক শেয়ার করলে পাবেন
বোনাস ২০০ পয়েন্ট। এই সুযোগ সাইন-
আপের পরে আর পাওয়া সম্ভব না।#
সাইন-আপের সময় স্কোর টুলবার
ডাউনলোড করলে বোনাস পয়েন্ট ১০০।
এটাও পরে আর পাওয়া যায় না।
Link:
http://www.scour.com/

Sunday, August 23, 2015

খুব ভাল একটি সাইড কাজ করে দেখতে পানেরwww.crebux.com/?ref=Robiul20

Thursday, August 20, 2015

<h1>www.fb.com/Robiulorim</h2>

Wednesday, August 19, 2015

অনলাইনে অায়ের ভিডিও

Thursday, August 13, 2015

বর্তমান চাকরির বাজারের যে অবস্তা তাতে পরাশুনা
সমাপ্ত করার পর চাকরি পাওয়াটা খুব কঠিন ৷ তাই পরাশুনার পাশাপাশি অামাদের অনলাইনে ইনকাম  করা শিখতে হবে ৷ ইনটার নেটের মাধ্যমে অাজকাল অনেক টাকা ইনকাম করা যায় ৷ বাংলাদেশে অবস্থান করিয়া পৃথীবির যে কোন দেশের চাকরি করা যায় ৷
অার নানা রকম কাজ করে টাকা ইনকাম করা যায় ৷
নেট জগতে ছরিয়ে ছিটিয়ে অাছে এরকম অনেক কাজ ৷ এই সব কাজ করে লেখা-পড়ার পাশাপাশি কিছু টাকা ইনকাম করা যায় ৷

Sunday, August 9, 2015

ইন্টারনেটে ইনকাম করতে অাগ্রহী ৷ অাপনারা যারা ইন্টারনেটের মাধ্যমে অনলাইনে ইনকাম করতে চান কিন্তু সঠিক গাইড লাইনের অভাবে সে অাশা পুরুন হচ্ছে না তাদেরকে বলছি ৷ অাপনি ইচ্ছা করললে অাজ থেকে অনলাইনে ইনকাম করতে পারবেন ৷ তার জন্য চাই ধয্য অার পরিশ্রম ৷ অাপনি প্রথম অবস্থায় ইনকাম করতে পারবেননা ৷ প্রথমে অাপনি কিছু পিটিছি সাইডে কাজ করতে পারেন ৷ সঠিক পিটিছি সাইড নির্বাচন করতে হলে অাপনি গুগলে top10ptc sit লিখে সার্চ দিলে কিছু পিটিছি সাইড পেয়ে যাবেন ৷ এখান থেকে ৫/৬টা সাইডে কাজ করতে পারেন ৷ অাপনি একা একা কাজ করলে বেশি ইনকাম করতে পারবেনা এর জন্য দলবদ্ধ হয়ে কাজ করতে হবে ৷ সব পিটিছি সাইডে সাধারন্ত দুই রকমের রেফারেল থাকে একটা সরাসরি রেফারেল অার একটা রেফারেল অাপনার কিনতে হবে ৷ অামি এই সিটে কয়টা রেফারেল  দেওয়া অাছে সেখানে অাপনি যয়েন করতে পারেন ৷ অামার ছবি দেওয়া অাছে সেখানে কয়টা সাইডের লিংক দেওয়া অাছে সেখান  অাপনি রেজিস্টেশন করতে পারেন ৷ ৭সাইডে এই ভাবে ৬/৭ মাস নিয়মিত কাজ করলে অাপনি মাসে ৩০০থেকে ৬০০ডলার ইনকাম করতে পারেন ৷ টাকা তুলতে পারেন নানা রকম অনলাইন ব্যংক থেকে ৷ পেজ. পেপাল. মানি বুর্কিং . চেকের মাধ্যমে টাকা তুলতে পারবেন ৷ 

Saturday, August 8, 2015

পিটিছি অনলাইনে ইনকাম করা সবচে সহজ মাধ্যেম ৷
অার অনেকে এর নাম শুনলেয় অনেকে মনে করেন ভূয়া  অাসলে সব পিটিছি সাইড ভূয়া নয় ৷ কিছু কিছু
পিটিছি সাইড অাছে যার মাধ্যেমে অায় করা যায় ৷
সমায় নিয়ে কাজ করনে পিটিছি সাইডের মাধমে অায় করা সম্ভব ৷ টিটিছি জগতে শত শত সাইড রয়েছে তার মধ্যে ২০/২৫ সাইড ভাল অার অন্য গুলো ভূয়া
যে সাইডের বয়স ৫ বছরের উপরে সেই সব সাইডে কাজ করবেন ৷

 অনলাইনে ইনকাম করতে চান তাদের কে বলছি ৷ অনলাইনে ইনকার করা কঠিন কিছু নয় তবে কিভাবে করতে হয় কোথাই করতে হয় তা জানতে হবে ৷ এ সম্পকে না যানা থাকলে অাপনারা কাজ করবেনা ৷ যারা এ সর্ম্পকে না যেনে শুনে কাজ অারাম্ভ করে কিছুদিন করার পর কিছু না বুঝে বলে এটা ভূয়া এখানে কাজ করলে টাকা পাওয়া যায়না ৷ তাই বলছি
কিছু না যেনে বুঝে কাজ অারাম্ভ করবেনা ৷ অনলাইনে কাজ শেখায় এমন অনেক প্রতিষ্ঠান রয়েছে সেখান থেকে অাপনারা কাজ শিখে অারাম্ভ করতে পারেন ৷
অনলাইনে কাজ করতে অাপনার একটা ভাল মানের কম্পপিউটার একটা মডেম 3g এলাকা বা বেডবন্ডের লাইন হলে ভাল হয় অার এ সর্ম্পকে সঠিক গাইড লাইন ৷  অাপনার ধ্যর্য থাকতে হবে তবেই অাপনি সফল হবেন একদিন ইনশাল্লা ৷ লেখার মধ্যে ভূল হলে ক্ষমা করবেন ৷

Saturday, August 1, 2015


Robiulkorim.mywibes.com

5555

addd

[url="https://www.bestchange.com/?p=832073"]E-money exchanger[/url]

Blog Archive

Powered by Blogger.

Wikipedia

Search results

Followers

ভিজিটর

Powered By Blogger

GOOGLE

Pages

kkkk

Video

Popular Posts

Our Facebook Page