Thursday, August 27, 2015

কবিতা 
রবিউল করিম
হয়তো তুমি স্মৃতির ভীড়ে একলা কোন
মেঘ
হারিয়ে ফেলার ভয়
হারিয়ে দাঁড়িয়ে নিরুদ্বেগ
হয়তো তুমি হঠাৎ দেখা খুব চেনা এক
তারা
আঙুল গলে লুকিয়ে পড়া শ্রাবণ জলের
ধারা
হয়তো তুমি দূর অতীতের একটু অভিমান
সুখের ঘোরে আনমনা এক বিষণ্নতার গান
হয়তো তুমি সন্ধ্যেবেলার হঠাৎ অন্ধকার
নিছক আশায় শব্দে, ভাষায় মগ্ন ছন্দকার ৷
হয়তো তুমি রবি ঠাকুরের কোন
একটা ছরা
পাহার থেকে নেমে অাসা সচ্ছ ঝন্য
ধারা ৷
হয়তো তুমি স্প্নে অাসা ঘুমের
মধ্যে কেউ
তুমি বোধয় মনের নদির উথাল পাথাল
ঢেউ ৷
হয়তো তুমি গরমের মাঝে একটু সুখের
হ্ওয়া
সুমূেদ্রর তলে ঝিনুেকর মাঝে মুক্ত
খুজে পাওয়া ৷
হয়তো তুমি রাখাল ছেলের
মিষ্টি বাশির
সুর
তুমি বোধয় ধু ধু মরুর দুর বহু দুর ৷
হয়তো তুমি ঠিকানাহীন রঙ্গীন খামের
চিঠি
তুমি বোধয় মাটির উপর
বিছিয়ে রাখা পাটি ৷
হয়তে তুমি অাকাস পােন রংধনুর ওই
খেলা
বষাকালে নদির বুকে পালতো এক
ভেলা ৷
হয়তো তুমি বয়ে চলা নদিটির দুই কুল
তুমি বোধয় ফুল বাগানের
ফুটিয়ে থাকা ফুল

হয়তো তুমি বৈশাখ মাসের কাল
বৈশাখী ঝর
তুমি অামার মেেনর মাঝে ছোট্র
একটি ঘর

হয়তো তুমি নওতো তুমি, তুমি অন্য কেউ
তুমি বোধহয় স্মৃতির
না’য়ে আছড়ে পড়া ঢেউ ৷

0 comments:

5555

addd

[url="https://www.bestchange.com/?p=832073"]E-money exchanger[/url]

Blog Archive

Powered by Blogger.

Wikipedia

Search results

Followers

ভিজিটর

Powered By Blogger

GOOGLE

Pages

kkkk

Video

Popular Posts

Our Facebook Page